সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের চৌরঙ্গি সুপার মার্কেটে মোহনা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের দেয়াল ভেঙ্গে স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে দোকানের ম্যানেজার চিত্ত রঞ্জন সরকার জানান সকালে দোকান খুলে দেখি সব মালামাল এলোমেলো হয়ে আছে। এরপর পাশের দোকানের দেওয়াল ভাঙা দেখে সঙ্গে সঙ্গে মালিককে খবর দেওয়া হয়।পরে সাভার থানায় খবর দিলে পুলিশ আসে ।এদিকে, দুর্বৃত্তরা প্রায় একশ’ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে দাবী করেন ওই দোকানের ম্যানেজার চিত্ত রঞ্জন সরকার।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।