আশুলিয়ায় ফাউন্টেনে অসন্তোষের জের ধরে শতাধিক শ্রমিক ছাটাঁই

আগের সংবাদ

আশুলিয়ায় নির্মানাধীন ভবনের ছাদ ধসে নিহত ৩

পরের সংবাদ

শ্রমিক অসন্তোষের ঘটনায় আরও দুটি মামলা; মোট মামলা ৬টি

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:০৭ অপরাহ্ণ, ২৩/১২/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

কারখানায় অবৈধ ভাবে প্রবেশ, ভাংচুর, চুরির অভেযোগ এনে তিন শতাধিক শ্রমিকরে বিরুদ্ধে মামলা করেছে দুটি কারখানা। এঘটনায় এখন পর্যন্ত ৬টি মামলায় ১২ শতাধিক জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে।

শুক্রবার দুপুরে এন আর এন এর অতিরিক্ত পরিচালক মাসুদ রানা ও দি রোজ ড্রেসেস লিঃ এর সিকিউরিটি সুপারভাইজার মাহাবুব রহমান স্ব স্ব কারখানার পক্ষ থেকে বাদী হয়ে মামলা দায়ের করে।

এনআরএন লিঃ ১৫জনের নাম উল্লেখ করে ৫০জন অজ্ঞাত ও দি রোজ ড্রেসেস লিঃ ১৩জনের নাম উল্লেখসহ ২০০জন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, এখন পর্যন্ত ৫টি কারখানারয় এক হাজার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শ্রমিক অসন্তোষের সময় উস্কানি ও ইন্ধনদাতাসহ ৮৫ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আমরা এঘটনার মূলহোতাদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। এছাড়া আশুলিয়ার শিল্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক আনতে কাজ করছি।

অভিনেতা: এ আর মন্টু
অভিনেতা: এ আর মন্টু

তিনি আরও জানান, শ্রমিকদের উস্কিয়ে দিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল তারা। এদিকে গোপনে মিটিং, অস্থিতিশীল করা পরিকল্পনা, উস্কানি ও ইন্ধনদাতার অভিযোগ করে ‍সাভার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অভিনেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করে। উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি, স্থানীয় যুবদলের সহ সাংঘঠনিক সম্পাদক দুলাল মীর, ব্যবসায়ী ঈস্রাফিল, জাহাঙ্গীর, তোফাজ্জলসহ আট শ্রমিক নেতা আটক করেছে পুলিশ।

এছাড়া ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ ও ঢাকা জেলা বিএনপির সভাপিত ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু,  সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মইনুদ্দিন বিপ্লবসহ নাট্য অভিনেতা এ আর মন্টুকে আটকের জন্য অভিযান চালানো হয়েছে বলে জানান আশুলিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এর আগে ফাউন্টেন গার্মেন্টেস, হা-মীম গ্রুপ, উইন্ডি গ্রুপ তিনটি মামলা দায়ের করে। এ নিয়ে শ্রমিক অসন্তোষের ঘটনায় ৬টি মামলা হয়েছে।