সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার জিরানীবাজার এলাকায় প্রায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের আধঘন্টা চেষ্টার পর সেমিটিনশেট বাসায় লাগা আগুন নিয়ন্ত্রনে এসেছে। এসময় বাসার ছয়টি কক্ষ পুড়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
শনিবার বিকাল পৌনে তিনটার দিকে আশুলিয়ার জিরানীবাজার কোনাপাড়া এলাকার তমিজ মেম্বারের আধপাকা কলোনীতে আগুন লাগে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, কোনাপাড়া একটি কলোনীতে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আধঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এসময় কলোনীর ছয়টি আধপাকা ঘর পুড়ে যায়। তবে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
কলোনীর একটি কক্ষে ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে জানান এই কর্মকর্তা।