সাভারে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত; ট্রাক আটক

আগের সংবাদ

আশুলিয়ায় ভূল চিকিৎসায় শিশুর মৃত্যু; পল্লী চিকিৎসক আটক

পরের সংবাদ

আশুলিয়ায় ৬টি পোশাক কারখানায় শ্রমিকদের কর্মবিরতি পালন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:০২ অপরাহ্ণ, ১৫/১২/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ছয়টি কারখানায় কর্মবিরতি পালন করছে প্রায় ৭ হাজার শ্রমিক। এসময় অপ্রীতিকর ঘটনার আশংঙ্কায় ৬টিসহ আশেপাশের আর১০ টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তপৃক্ষ।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আশুলিয়ার জামগড়া এলাকার স্ট্যার্লিং নিটিং,ফাউন্টেন ফেব্ররিকস, ভান্দুরা গার্মেন্টসের, এ এম ডিজাইন, উইন্ডি গ্রুপসহ ছয়টি কারখানার কর্মবিরতি পালন করছে শ্রমিকরা।

এ বিষয়ে সাভার সারেকলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ জানায় ,  কয়েকদিন ধরে কারখানাগুলো বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে শ্রমিকরা। এসব কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।