সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ময়লা বহন কারী ট্রাকের চাপায় মারা গেছে উম্মে কুলসুম নামের (৭৫) এক বৃদ্ধা। আজ মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন ওই বৃদ্ধা নারী। এসময় সামনে থেকে আসা ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ময়লা বহন ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নিহত হয়। তার বাড়ি আমিনবাজার সালেহপুর গ্রামে বলে জানা গেছে। এদিকে স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটি আটক করে পুলিশে সোর্পাদ করেছে।
খবর পেয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাছেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে আমিনবাজার পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।