সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের হেমায়েতপুরে পোড়া মুবিল তৈরি কারখানার ট্যাংকি পরিস্কার করতে গিয়ে এক শ্রমিক নিহত ও আহত হয়েছে আর তিন জন।
সোমবার সকালে হেমায়েতপুরের মিন অয়েল লিমিটেড নামে একটি পোড়া মুবিল তৈরি কারখানায় এ ঘটনা ঘটে।ঘটনার পর মালিক মাসুদুল হক বা কর্তৃপক্ষ কাউকে পাওয়া যায়নি।
নিহতের নাম জাকির হোসেন। তিনি মিন অয়েল লিমিটেড কারখানার লুব সেকশনে কাজ করতো। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি স্ত্রীর সন্তান নিয়ে সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া গ্রামে বসবাস করত বলে জানা যায়। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, হেমায়েতপুরে পোড়া মুবিলের ট্যাংকি পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে চার শ্রমিক গুরুতর অসুস্থ হয়। এসময় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তারমধ্যে জাকির হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয় ও বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।কারখানার বৈধ বা অবৈধ কিনা সব বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।