সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় জমি দখলে ব্যর্থ হয়ে প্রবীন এক স্কুল শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে দূবৃত্তরা। এঘটনায় ওই শিক্ষক পরিবারের অন্তত ৫ জন আহত হয়েছে। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হচ্ছে স্কুল শিক্ষকের স্ত্রী সাজেদা বেগম, তার ছেলে মারুফ, আল আমিন এবং শিক্ষকের বড়ভাই আব্দুস সালাম ও তার স্ত্রী আনোয়ারা বেগম। তবে ঘটনার সময় ওই শিক্ষক বাড়িতে ছিলেন না।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার পানধোয়া গ্রামের বাসিন্দা প্রবীন এক স্কুল শিক্ষক আব্দুল জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রবীন স্কুল শিক্ষক আব্দুল জলিল বড় ছেলে আহত মারুফ জানান, সাভারের পানধোয়া গ্রামের বড়ওয়ালিয়া মৌজায় তার বার পৈত্রিক সূত্রে পাওয়া ১৮ শতাংশ জমি সম্প্রতি দখলের চেষ্টা করে আব্দুল লতিফ ও তার লোকজন।
বৃহস্পতিবারও আব্দুল লতিফের নেতৃত্বে মোসলেম উদ্দিন, ডালিম, আতা, হারুন, কামরুল, মোতালেবসহ আরো কয়েকজন লাঠিশোঠা নিয়ে জমি দখল করতে আসলে আমরা বাধা দেই।
তখন দখলকারীরা আমাদের বাড়ি ঘর ভাংচুর, লুটপাট করে। আমাদের মারধর করে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দখলকারীরা পালিয়ে যায়। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।