সব
এক্সপ্রেস প্রতিবেদক:
ফুটওভার ব্রিজের দাবিতে ঘন্টাব্যাপী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আশুলিয়ার বাইশ মাইল এলাকায় বিক্ষোভ করেছে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বেলা সাড়ে ১২টার দিকে এ বিক্ষোভ করেন চলে ১.৩০ মিনিট পযন্ত। ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধের ফলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসের সামনে একটি ফুটওভার ব্রিজের দাবি জানিয়ে আসছিল তারা। সরকারের পক্ষ থেকে একাধিকবার তা বাস্তবায়নের আশ্বাস মেললেও তা আজও বাস্তবায়িত হয়নি।
এদিকে গত সোমবার সবুজ মিয়া নামের বিশ্ববিদ্যালয়টির ২য় বর্ষের এক ছাত্র দূঘটনার ঘটনার জের আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সরকার দ্রুত এ দাবি না মানলে আরো কঠোর আন্দোলনে যাওয়ারও কথা বলে বিক্ষুদ্ধ শিক্ষিার্থীরা।