সব
এক্সপ্রেস প্রতিবেদক:
নাটোর থেকে শামীম নামে এক হত্যা মামলার আসামী নারায়গঞ্জে নিয়ে যাওয়ার পথে সাভারের আমিন বাজারে বাস থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেছে। বুধবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের সাভার আমিবাজারের এই ঘটনা ঘটে।
এ বিষয়ে নাটোর জেলার ডিআইও কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, গত রাতে নাটোর জেল হাজত থেকে শামীম নামে এক হত্যা মামলার আসামীকে হানিফ পরিবহনের একটি যাত্রী বাসে নারায়নগঞ্জে জেল হাজতে প্রেরণ করা হয়। বাসটি সাভারের আমিনবাজারে পৌছালে কোন এক সময় আসামী হাতকড়াসহ লাফিয়ে পড়ে পালিয়ে যায়। আসামীর সঙ্গে চার পুলিশ সদস্য ছিল।
ঘটনাটি তদন্ত করে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। তবে আসামী বিষয়ে বিস্তারিত জানতে পারেননি তিনি।
এদিকে ঘটনাটি জানতে পেরে সাভার মডেল থানা পুলিশ আসামী শামীমকে গ্রেপ্তার করতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান অব্যহত রেখেছে।