সব
এক্সপ্রেস প্রতিবেদক:
‘মাদককে না বলুন’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সাভারে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
রোববার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় এ টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়। এ টুর্নামেন্টের আয়োজন করেন সাভার উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের কর্ণধার আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার।
অনুষ্ঠানের উদ্বোধক মিঠুন সরকার বলেন, দেশ থেকে মাদক দূর করতে হলে বর্তমান প্রজন্মের ছাত্রনেতাদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রতি ছাত্র ও যুবকদের আগ্রহ সৃষ্টি করতে হবে। তাহলে দেশ থেকে মাদক নির্মুল সম্ভব হবে। উপজেলা ছাত্রলীগ নেতা রাজীম ভুইয়া মিশুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ সমাজসেবক মাজাহারুল ইসলাম রুবেল, ছাত্রলীগ নেতা আরিফ পত্তনদার, ব্যবসায়ী খালেদুর রহমান সানি, সমাজ সেবক শাহাদাত হোসেন নাদিম প্রমুখ।
সাভার উপজেলা ছাত্রলীগের কর্ণধার আতিকুর রহমান আতিক তার সংক্ষিপ্ত বক্তব্যে মাদক নির্মুলে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।