সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন সরকার বিশেষ সম্মাননা সনদ পেয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় সাভারে শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে ‘বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট’ আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা সনদ তুলে দেন বিএমআই’র অধ্যাপক আমিনুর রহমান খান মজলিশ।
বিভিণ্ন সময় দূর্নীতি ও মাদক নিয়ে সংবাদ প্রকাশ করায় সম্প্রতি খ্যাতি অর্জন করেন মিঠুন সরকার। এরই ধারাবাহিকতায় তাকে এ বিশেষ সম্মাননা সনদ দেয়া হয়েছে।
এদিকে মিঠুন সরকারের প্রশংসা করে বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা আবু হানিফ খান বলেন, মিঠুন সরকার এখন ব্যক্তি নয়, তিনি একটি প্রতিষ্ঠান। মাদক নির্মূলে তার ভুমিকা প্রশংসনীয়।
এদিকে সম্মাননা পাওয়ায় আশুলিয়া এক্সপ্রেসের প্রকাশক খোকা মোহাম্মদ চৌধুরী ও প্রধান সম্পাদক মাহফুজুর রহমান নিপু সাংবাদিক মিঠুন সরকারকে অভিনন্দন জানান।
মিঠুন সরকার একাত্তর টেলিভিশনের প্রতিবেদক, দেশবাংলা ইনস্টিটিউট অব জার্নালিজম এর চেয়ারম্যান ও মাদকবিরোধী জোট এর সভাপতি।