আশুলিয়ার অগ্নিকান্ডে মৃত্যু মিছিলে কিশোরী আঁখি

আগের সংবাদ

মায়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে সাভারে মানব বন্ধন ও বিক্ষোভ

পরের সংবাদ

আশুলিয়ার সেরা করদাতা নির্বাচিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৩২ অপরাহ্ণ, ২৪/১১/১৬

 

এক্সপ্রেস প্রতিবেদক:

২০১৫-২০১৬ অর্থ বছরে সর্বোচ্চ আয়কর পরিশোধ করায় আশুলিয়ার সেরা করদাতা নির্বাচিত হলেন বন্ধণ ডিষ্ট্রিবিউশন এন্ড সাপলাই এবং নায়ফা ট্রেড বিডি লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ তানভীর আহম্মদ রোমান ভূইয়া। বৃহস্পতিবার বিকেলে শেরে বাংলানগরের জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত আয়কর মেলায় অর্থ ও পরিকল্পণা মন্ত্রী এমএ মান্নান এ সেরা করাদাতার হাতে সম্মানণা হিসেবে ক্রেষ্টসহ ট্যাক্স কার্ড তুলে দেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল-মাল-আবদুল মুহিত। এতে  সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান।
আশুলিয়ার নির্বাচিত এই সেরা করদাতা তিনি জামগড়া এলাকার আলহাজ্ব সফি উদ্দিন ভূইয়ার সন্তান।