আশুলিয়ায় লাইটার ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ড; দগ্ধ অন্তত ২৫ শ্রমিক

আগের সংবাদ

আশুলিয়ার অগ্নিকান্ডে মৃত্যু মিছিলে কিশোরী আঁখি

পরের সংবাদ

আশুলিয়ায় আগুন আতঙ্ক হুড়োহুড়িতে আহত ২০ শ্রমিক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৩২ অপরাহ্ণ, ২৩/১১/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় আগুন আতঙ্ক হুড়োহুড়িতে আহত হয়েছে ২০ শ্রমিক  ।আজ সকালে আশুলিয়ার কাঠগড়া পুকুরপাড় এলাকার কন্টিনেন্টাল গার্মেন্টস প্রাইভেট লিমিটেড তৈরি পোশাক কারখানায় আগুন আতঙ্ক দেখা দেয়। এ সময় আতঙ্কিত শ্রমিকরা তাড়াহুড়ো করে কারখানা থেকে বের হতে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হন।

আশুলিয়ার ডিইপিজেডের ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল হামিদ জানায়, সকালে কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে কাজ শুরু করেন। এসময় কারখানার ভবনের তলায় ওয়ার্লিং এর কাজ চলছিলো । হঠাৎ করে এয়ারকন্ডিশন একটি সুইছ থেকে আগুন ধরে যায়, এসময় পচুর পরিমানে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে ওই কারখানার শ্রমিকরা আতঙ্কে তাড়াহুড়ো করে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় আহত হন অন্তত ২০ শ্রমিক। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ