সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় সাউদার্ন ক্লথিংস লিমিটেড নামে নারী শ্রমিকের মাতৃত্বকালীণ ছুঁটিসহ ছাটাইকৃত শ্রমিকদের পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। শুক্রবার সকালে জামগড়ার ফ্যান্টাসী কিংডমের সামনে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম খাঁনের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনটির সভাপতি বলেন, সাউদার্ন ক্লথিংস লিমিটেডের নারী শ্রমিকদের ছুঁটির টাকা দিতে হবে। পাওনাদি ছাড়াই ৪২ জন শ্রমিক বিনাকারণে ছাটাই করা হয়েছে, তাদের পাওনাদি অনতিবিলম্বে পরিশোধের দাবি জানান। অন্যথায়, আন্দোলনের হুশিয়ারী দেন এই শ্রমিক নেতা।
ভুক্তভুগী শ্রমিকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।