সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের আমিনবাজারে জমি সংক্রান্ত ঘটনার জের ধরে এক যুবকের দুই হাত কেটে নেয়ার ঘটনায় অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবী মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসীসহ স্বজনরা।
শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারে এই মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এসময় অংশগ্রহনকারী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর আমিনবাজার এলাকার ডবুরা বশুদা এলাকায় চার শতাংশ একটি জমি নিয়ে আকাশের সঙ্গে একই এলাকার হাফিজুলদের সাথে বিরোধ চলে আসছিল। আকাশ ওই জমিতে মাটি ভরাটে করতে গেলে দুপুরের দিকে হাফিজুল ও তার ভাই সাকু সন্ত্রাসী বাহিনী নিয়ে ঘটনাস্থল থেকে আকাশকে তুলে নিয়ে যায়। এসময় তারা ওই যুবককে ধরে বাড়িতে নিয়ে গিয়ে চাপাতি দিয়ে ডান হাতের কজ্বি কেটে নিয়ে যায় ও বাম হাতের আঙ্গুল কেটে দেয়।