সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে মোহনা টেলিভিশন লিমিটেডের ৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে আশুলিয়ায় প্রেস ক্লাবের সামনে থেকে র্যালি, আলোচনাসভা ও কেক কাঁটার মধ্য দিয়ে এ দিনটি উদযাপিত হয় । এ সময় মোহনা টিভির সমৃদ্ধি কামনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ।
মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি লাইজু আহাম্মেদ চৌধুরীর আয়োজনে এ সময় উপস্থিত আরও ছিলেন, আশুলিয়া প্রেস-ক্লাবের নেতৃবৃন্দ ও অন্যান্য সাংবাদিকগণ।