সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকায় দুইশত লিটার দেশীয় মদসহ রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা উত্তর পুলিশ ।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পশ্চিম ডেন্ডাবর এলাকার জসিম মন্ডলের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক রানা ভোলা জেলার দৌলতখান থানার চরসরি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা উত্তর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জসিমের বাড়িতে অভিযান চালিয়ে রানা কে আটক করা হয়। এসময় বাড়ি থেকে ২০০ লিটার দেশীয় মদ উদ্বার করা হয়। সে বিভিন্ন এলাকায় মদসহ বিভিন্ন মাদকদ্রব্য ব্যবসা করে আসছিল।