সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় ৪জনকে হাতেনাতে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় পাইপসহ বিভিন্ন সরঞ্জামী জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- পাবনা জেলার সাথীয়া গ্রামের কাদের উদ্দিন মোল্লার ছেলে সিদ্দিকুর রহমান(৫৩), ময়মনসিংহ জেলার ভালুকা থানার বালুছুরী গ্রামের রশিদ উদ্দিনের ছেলে কুদ্দুস (২৪), ময়মনসিংহ জেলার মুক্তগাছা থানার সৈয়দগ্রাম গ্রামের মৃত আহাদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক(৫০)এবং অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, ভোরে একটি চক্র ডেন্ডাবর এলাকায় কয়েকটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে চার জনকে আটক করা হয় এবং বাকী সদস্যরা পুলিশের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়। এসময় পাইপসহ বিভিন্ন সরঞ্জামী জব্দ করা হয়।