সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে কৌশলে ঢেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ সমাট্র (১৯) নামের এক দিনমুজুরকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকার হাবীব ক্লিনিকের পিছনে এ ঘটনা ঘটে।
আটককৃত সমাট্র টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দুপুরিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে আশুলিয়ার পলাশবাড়িএলাকার গোচার টেক চৌধুরী বাড়িতে বাসা ভাড়া থেকে দিনমজুরের কাজ করতো।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই ) ইবনে ফরহাদ জানান, সমাট্র ওই ছাত্রীকে কৌশলে বাড়ি থেকে ডেকে আনে। পরে তাকে নিয়ে হাবীব ক্লিনিকের পিছনে একটি ঝোপের ভিতরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং পালিয়ে যাওয়ার সময় সমাট্র কে আটক করে। পরে স্থানীয়রা খবর দিলে সমাট্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ঘটনায় ছাত্রীর বড় ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।