সব
এক্সপ্রেস প্রতিবেদক:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আশুলিয়া থানা ছাত্রলীগের সকল কার্যক্রম স্থগিত করেছে ঢাকা জেলা ছাত্রলীগ। শুক্রবার রাতে ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুল নবী ইমু ও সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিবের বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে সাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
স্থানীয় ছাত্রলীগের একাধিক নেতাকর্মীরা জানায়, গতকাল (শুক্রবার) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র না হওয়া সত্বেও পাথালিয়া ইউনিয়নের রিয়াজুল ইসলাম সোহাগকে সভাপতি ও বিএনপি নেতার সমর্থক জুবায়ের আহম্মেদকে সাধারন সম্পাদক ঘোষনা করা হয়। পাথালিয়া ইউনিয়নের কার্যকরী কমিটির সাথে মতামত বা আলোচনা না করেই বিএনপি, জামায়াত, অছাত্র ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়। এতে করে অসন্তোষ দেখা দেয় ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে। আর এই জন্যই আশুলিয়া থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এছাড়াও নবীনগরে ফুটপাতে চাদাঁবাজীর অভীযোগও রয়েছে আশুলিয়া থানা ছাত্রলীগের বিরুদ্ধে।
এ বিষয়ে আশুলিয়া থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক টিটুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আশুলিয়া থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এমন কোন চিঠি এখন তিনি পাননি। এছাড়া তিনি আরও জানান, দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বিষয়টি জানার পর ঘটনার সত্যতা জানার জন্য তিনি জেলা কমিটির সভাপতির সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তিনি ফোন না ধরায় বিষয়টি স্পষ্ট নয় বলেও যোগ করেন তিনি।