সাভারে জমির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও দোকানে আগুন

আগের সংবাদ

নানা অনিয়মে আশুলিয়া থানা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

পরের সংবাদ

জাবিতে ৭ তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:৫৩ অপরাহ্ণ, ০৪/১১/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

“উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি” –এ শ্লোগানকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্তরে হয়ে গেল ৭ তম প্রজাপ্রতি মেলা। মেলাকে ঘিরে উৎসবমোখর হয়ে উঠে পুরো ক্যাম্পাস। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ছাড়াও সব বয়সী মানুষ এতে অংশ গ্রহণ করেন।

ju-pic-3

প্রকৃতির অপার সৌন্দর্যমন্ডিত দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের” প্রানিবিদ্যা বিভাগের উদ্দ্যেগে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয় প্রজাপ্রতি মেলার। সকাল সাড়ে ১১ টায় মেলার উদ্ভোধন করে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।মেলাকে ঘিরে আয়োজকরা আয়োজন করে প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদশনী, আলোকচিত্র প্রতিযোগীতা, প্রজাপতি হাট দর্শন, ঘুড়ি উড্ডয়ন, বির্তক প্রতিযোগীতা ও সাংস্কৃতি অনুষ্ঠান। সব বয়সিরা এ মেলা দেখে আনন্দ প্রকাশ করেন।

প্রকৃতির কোলের সবুজ ছাড়ায় স্থান পায় মেষ কুমারী, রূপসী, মোহনা, ফোঢারা, তালডিঙ্গি, উড়ন চন্ডি, শংকমালা, কটকটিসহ শতাধিক প্রজাতির প্রজাপতির আলোকচিত্র। যা দেখে নতুন প্রজন্ম পরিচিত হচ্ছে এসব প্রজাপতির সঙ্গে।

প্রজাপ্রতি মেলার আহবায়ক ড.মনোয়ার হোসেন জানান , প্রকৃতির সঙ্গে পরিচিত করতেই প্রতিবছরই আয়োজন করা হয় এ মেলার।