সাভারে নানা আয়োজনে দৈনিক ফুলকির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগের সংবাদ

প্রেমে সারা না দেয়ায় সাভারে পোশাক শ্রমিককে কুপিয়ে খুন; বখাটে অাটক

পরের সংবাদ

আশুলিয়ায় তুলার গোডাউনে আগ্নিকান্ড

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:২৭ পূর্বাহ্ণ, ০৩/১১/১৬

আশুলিয়ায় শ্রীপুরে তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

আগুনের সূত্রপাতের কারন এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে রফিক মিয়ার তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রায় দুই ঘন্টা চেষ্টায় পর ভোর ৫ টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এখন শুরু হবে ডাম্পিং এর কাজ। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে বলা যাচ্ছে না।
হঠাৎ করে  আগুন লাগে । এসময় আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি এসে আগুনের নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।
এঘটনায় কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি।