সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে নানা আয়োজনে দৈনিক ফুলকির ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে দৈনিক ফুলকি কার্য্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মীসহ পত্রিকাটির বিপুল সংখ্যক পাঠক, গ্রাহক ও শুভাকাঙ্খিরা অংশ নেয়।
র্যালীটি ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে সাভার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ, সাভার সার্কেল এএসপি নাজমুল হকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দৈনিক ফুলকি ঢাকা জেলার এক মাত্র ডিএফপি অনুমোদিত পত্রিকা। এ পত্রিকাটি বিভিন্ন সময়ে সমাজের নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি সমাজ পরিবর্তনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ন নিউজ তুলে ধরেছে। নানা প্রতিকুলতা সত্বেও পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হওয়ায় এর সম্পাদক নাজমুস সাকিবকে ধন্যবাদ জানান। এছাড়া পাঠক প্রিয়তার কারনে পত্রিকাটি এগিয়ে যেতে পারছে মন্তব্য করে পত্রিকাটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। এছাড়া পত্রিকাটি সাভারে দক্ষ সাংবাদিক সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে বলেও জানান বক্তারা।