সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে ১০ বছরের মেয়ে শিশু ধর্ষনের শিকার হয়েছে। গুরুতর অসুস্থ্য অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার সকালে মেয়েটিকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক আমজাদুল হক জানান, সকালে ১০ বছরের মেয়ে শিশুকে গুরুতর অসুস্থ্য অবস্থায় স্বাস্থ্য কেন্দ্র আনা হয়। প্রাথমিকভাবে তার অবস্থা থেকে ধারনা করা হচ্ছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে ও অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল হাপাতাল প্রেরণ করা হয়।
মেয়েটির গ্রামের বাড়ির খুলনা জেলার তেরখাদা থানাধীন ফরদেশকাঠি গ্রামে। তার দেড় বছরের ছোট ভাইসহ মা হাফিজা বেগম সাভারের আড়াপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকত ও বিভিন্ন বাসা বাড়িতে রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করত বলে জানা যায়।
নির্যাতিত শিশুটির মা জানান, সোমবার রাতে সাভারের আড়াপাড়া এলাকায় রতন নামে এক যুবক তাকে কৌশলে মোটরসাইকেলে করে একটি নার্সারি আটকে রেখে রাতভর ধর্ষণ করে। পরে মঙ্গলবার ভোরে নার্সারি থেকে গুরুতর অসুস্থ্য অবস্থায় তানিয়া নামের নারী তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সুদীপ্ত শাহীন জানান, এঘটনায় পুলিশ এখনো অভিযোগ পায়নি। তবে লোকমুখে শুনতে পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছন। এছাড়া অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।