আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত; ট্রাকসহ চালক আটক

আগের সংবাদ

সাভারে সরকারি জাল সনদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ আটক দুই; ডিবি পুলিশ

পরের সংবাদ

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মান শ্রমিকের মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:০০ অপরাহ্ণ, ২৮/১০/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাফফর নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র হাসপাতাল থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মোজাফফরের নীলফামারী জেলার ডিমলা থানার আব্দুল গফুর মিয়ার ছেলে। সে ঘোষবাগ এলাকায় থেকে রাজমিস্ত্রির কাজ করতো।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই ) অহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,  মোজাফফর বিকেলে ঘোষবাগ এলাকায় হানিফ নামে এক ব্যক্তির বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল। এসময় ঘরে থাকা একটি তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। পরে হাসপাতাল কতৃপক্ষের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে ময়না তদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।