সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার গোহাইলবাড়ী এলাকায় রাস্তা পারাপারের সময় লেগুনা চাপায় ফারদিন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার বিকাল সাড়ে তিনটায় জিরানী আমতলা আঞ্চলিক সড়কের আশুলিয়ার গোহাইলবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু ফারদিন গোহাইলবাড়ী এলাকার আতিকুর রহমানের ছেলে।
স্থানীরা জানায়, রোববার বিকাল সাড়ে তিনটার দিকে ফারদিন জিরানী আমতলা আঞ্চলিক সড়ক পারাপার হচ্ছিল। এসময় একটি লেগুনা ফারদিনকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালে (কেপিজি)নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই ) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফারদিনের লাশটি উদ্ধার করে ময়না তদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে । এঘটনা আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।