সব
এক্সপ্রেস প্রতিবেদক:
শিল্পাঞ্চল-আশুলিয়ায় কারখানার ভিতরে শ্রমিকের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করণের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। শুক্রবার বিকেলে জামগড়ার বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডমের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উইন্ডি গ্রুপে যাদের অবহেলার কারণে নারী শ্রমিক তাসলিমার মৃত্যু হয়েছে তাদের যথাযথ শাস্তি প্রদানসহ ক্ষতিপূরণের দাবি জানান। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা বেগম, সাংগঠণিক সম্পাদক আবু সামাসহ প্রায় শতাধিক গার্মেন্টস শ্রমিক আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন।