আশুলিয়ায় কার্ভাড ভ্যান চাপায় বৃদ্ধা নিহত; কার্ভাড ভ্যান আটক

আগের সংবাদ

সাভারে ৫ম শ্রেনীর ধর্ষণের চেষ্টো; আটক এক

পরের সংবাদ

সাভারে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক; ডিবি পুলিশ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৪৩ অপরাহ্ণ, ১৯/১০/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে জুয়েল(৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ আটক করেছে ডিবি পুলিশ(উত্তর)।
বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৭টায় সাভারের কলমা এলাকার আব্দুর রশিদের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কলমা এলাকার আব্দুর রশিদের ভাড়া বাড়ির একটি কক্ষে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায় । এসময় মাদক ব্যবসায়ী জুয়েলের ঘর থেকে ১শ গ্রাম হিরইনসহ তাকে আটক করা হয়। দীর্ঘ দিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানিয়েছেন পুলিশ।
এব্যাপারে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) এ.এফ.এম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।আটকৃত জুয়েলের বিরুদ্ধে সাভার থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে।
আটককৃদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।