সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার জামগড়া এলাকায় ময়না (১২) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার আব্বাসি মার্কেটের পিছনে আলী মিয়ার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ময়নার লাশটি উদ্ধার করে।
ময়না ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মাইঝাল গ্রামের কুদ্দুস মিয়ার মেয়ে। সে পরিবারের সাথে আলীর ভাড়া বাড়ির একটি কক্ষে থাকতো।
স্থানীয়রা জানায়, ময়না একটি বুদ্ধি প্রতিবন্ধী। সে দুপুর থেকেই কক্ষটি বন্ধ করে ভিতরে অবস্থান করছিল।পরে রাতে দরজা না খুললে প্রতিবেশীদের সন্দেহ হয়। এসময় আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক মোরশেদ আলী মোল্লা জানান, রাতে স্থানীয়দের খবর পেয়ে জামগড়া আলীর বাসার একটি কক্ষের দরজা ভেঙে ময়নার আড়ের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়না তদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক ভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে বলে জানান তিনি।