আশুলিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

সাভারে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক; ডিবি পুলিশ

পরের সংবাদ

আশুলিয়ায় কার্ভাড ভ্যান চাপায় বৃদ্ধা নিহত; কার্ভাড ভ্যান আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:২৪ পূর্বাহ্ণ, ১৯/১০/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার শিমুলতলা এলাকায় কার্ভাড ভ্যানের চাপায় জুবায়দা(৫০ ) বেগম নামের এক বৃদ্ধা নিহত। ঘাতক কার্ভাড ভ্যানটি আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার শিমুলতলা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে।
জুবায়দা বেগম কিশোরগঞ্জ সদরের সাদোল্লাচর এলাকার মৃত গনি মিয়ার স্ত্রী। সে গ্রামের বাড়ি থেকে আশুলিয়ার জামগড়া এলাকায় ছেলের বাসায় এসেছিল।
এবিষয়ে নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই ) ফরহাদ হোসেন ছোটন  জানান, নিহত জুবায়দা শিমুলতলা এলাকায় ছেলের শ্বশুরবাড়ি উদ্দেশ্যে রওনা হয়। এসময় আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়ক পারাপারের সময় একটি কার্ভাড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এঘটনায় ঘাতক কার্ভাড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।