সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আগামী ৩১ ডিসেম্বর এর মধ্যে রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে সকল ট্যানারি সাভারের স্থানান্তারের করা হবে বলে কঠোর নির্দেশ দিয়েছেন শিল্প মন্ত্রী আমির হোসেন আমু।
রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারি পরিদর্শন এ এসে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন ।
মন্ত্রী এসময় আরো বলেন, ৩১ ডিসেম্বর এর মধ্যে যে সকল ট্যানারি সাভারে স্থানান্তার না করবে তা হলে পহেলা জানুয়ারী থেকে ওই সকল ট্যানারির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেবে সরকার। হেমায়েতপুর এ সকল ট্যানারি স্থানান্তারে ট্যানারি মালিকরাও একমত হয়েছেন বলে জানান মন্ত্রী।
পরে মন্ত্রী চামড়া শিল্প নগরী ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন করেন। এসময় মন্ত্রীর সাথে শিল্প সচিব মোশারফ হোসেন ভুইয়া সহ বিভিন্ন সংস্থার মালিকরা উপস্থিত ছিলেন।