৩১ ডিসেম্বরের মধ্যে সকল ট্যানারি সাভারে স্থানান্তরের নির্দেশ; শিল্প মন্ত্রী

আগের সংবাদ

সাভোরে পৃথক স্থান থেকে নারীসহ চারজনের মৃতদেহ উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় সাব রেজিষ্ট্রার কর্মকর্তার অপসারণের দাবিতে দলিল লেখকদের মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:১৮ অপরাহ্ণ, ১৬/১০/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় সাব রেজিষ্ট্রার গাজী আবু হানিফের দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে তার অপসারণের দাবিতে মানববন্ধন র্কমসূচী পালন করেছেন দলিল লেখক কল্যাণ সমিতি।
রবিবার দুপুরে সাব-রেজিষ্ট্রার অফিসের সামনের সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করেন প্রায় ১৫০ জন দলিল লেখক। এ সময় ১ ঘন্টা ধরে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
টানা ২৪ দিনের কলম বিরতিতে সরকার প্রায় ২২ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছেন অনতিবিলম্বে সাব রেজিষ্ট্রার গাজী আবু হানিফকে অপসরণ করে তার স্থানে ভালো একজনকে দেওয়ার জন্য আহবান জানান উর্দ্ধতন মহলের প্রতি।
অন্যথায়, এ আন্দোলন অব্যাহত রাখার হুশিয়ারী দেন দলিল লেখকরা। ইতিমধ্যে আইজিয়ার এর বরাবরে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেছেন বলে জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, দলিল লেখক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সেলীম রেজা, আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি তালুকদার মোঃ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ আনোয়ার, যুগ্ন-সাধারণ সম্পাদক খন্দকার মনির হোসেনসহ আরো অনেকে।

এই বিভাগের সর্বশেষ