সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় বাইপাইল পশ্চিম পাড়ার দরগারটেক এলাকা থেকে ফাহিমা বেগম (১৮) এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী। এ ঘটনার পর থেকে স্বামী পালাতক রয়েছে।
শুক্রবার সকালে মো. মনির হোসেনের বাড়ীতে এঘটনা ঘটে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাসিনুল কাদির জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে আশুলিয়ায় বাইপাইল পশ্চিম পাড়া এলাকার একটি বাড়ির কক্ষ থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে গলায় জবাই করে ঐ গৃহবধূকে হত্যা করেছে পাষন্ড স্বামী। ঘটনার পর থেকে স্বামী মজনু মিয়া পালাতক রয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেশীরা জানান, ফাহিমা ও তার স্বামী মজনু মিয়া গত এক মাস ধরে এই বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। পরে আজ সকালে ১০ টা পর্যন্ত ফাহিমার কোন সারা শব্দ না পেয়ে প্রতিবেশীরা তার কক্ষের কাছে গিয়ে দেখা দরজা বাইরে থেকে আটকানো। সন্দেহ হলে তারা দরজা খোলা। এসময় দেখতে পায়, ফাহিমা বিছনার উপর পড়ে আছে ও পুরো ঘর রক্তে ভিঁজে গেছে। পরে আশুলিয়ায় থানা পুলিশকে খবর দেয়া হয়।
নিহত ফাহিমা বেগমের গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন। তার স্মাীর বাড়ি একই গ্রামে। তারা দুইজনই আশুলিয়ার বেরণ এলাকার ফাউন্ডটেন নামে একটি পোশাক কারখানায় চাকরি করত বলে জানা যায়।
এ ঘটনায় নিহতের মা বাদী হযে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তারিখ: ১৪.১০.১৬