আশুলিয়ায় দুটি মামলায় জেএমবির স্ত্রী ৫ দিন করে রিমান্ড; এক শিশু সেফ হোমে

আগের সংবাদ

আশুলিয়ায় বন্ধ কারখানা খোলার দাবীতে শ্রমিকদের অবস্থান কর্মসূচী

পরের সংবাদ

সাভারে মদ কারখানার সন্ধান; বাবা-ছেলে আটক করেছে ডিবি

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:২৬ পূর্বাহ্ণ, ১১/১০/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে দেশী মদ কারখানা সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। এসময় বাবা ও ছেলেকে আটক করা হয় ও জব্দ করা হয় পাঁচশতাধিকের অধিক মদ।

সোমবার রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে ঢাকা (উত্তর) ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের চাপাইন এলাকায় একটি দেশীয় মদ কারখানার সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে সুযোগ বুঝে ডিবির একটি দল অভিযান চালায়। এসময় মদ তৈরি ও বিক্রির অভিযোগে তপন দী কোষ্টা ও তার ছেলে হারী দী কোষ্টাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।  ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মদ তৈরি ও বিক্রি করে আসছিল বলে অভিযাগ রয়েছে।

তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামালা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের সর্বশেষ