আশুলিয়ায় মায়ের বিরুদ্ধে শিশুকে হত্যার অভিযোগ; মা আটক 

আগের সংবাদ

সাভারে মদ কারখানার সন্ধান; বাবা-ছেলে আটক করেছে ডিবি

পরের সংবাদ

আশুলিয়ায় দুটি মামলায় জেএমবির স্ত্রী ৫ দিন করে রিমান্ড; এক শিশু সেফ হোমে

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:১৪ পূর্বাহ্ণ, ১১/১০/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় র‌্যাবের অভিযানে নিহত নব্য জেএমবি নেতা আব্দুর রহমানের স্ত্রী শাহনাজ আক্তার রুমির বিরুদ্ধে করা দুটি মামলায় ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেছে অাদালত।  আসামী একজন হওয়া দুই মামলার রিমান্ড এক সঙ্গে চলবে বলে আদালতের বরাত দিয়ে জানায় পুলিশ।
সোমবার সন্ধ্যায় চীপ জুডিশিয়াল ম্যাজিসেট্রট কোর্ট, ঢাকা  এ রায় দেয়।
এই দুই মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ পরিদর্শক মোরশেদ আলী মোল্লা জানান,র‌্যাবের করা দুটি মামলার আসামি শাহনাজ আক্তার রুমি কে ৫ দিন করে ১০দিন রিমান্ড মঞ্জুর করা হয়। তবে মামলা দুটির আসামি একজনই থাকায় দুইটি মামলার রিমান্ড এক সঙ্গেই চলবে। ফলে দুই মামলার রিমান্ডের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মোট পাঁচদিন সময় পাবে।

এছাড়া আব্দুর রহমানের তিন শিশু সন্তানের মধ্যে দুই ছেলে তাহমিদ(৭) ও জাওয়াত (৫) রুমির মায়ের সঙ্গে এবং মেয়ে লাবণ্য  (১১) কে গাজীপুরের সেফ হোমে  পাঠানোর নির্দেশ দেন আদালত।