সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে গল্ফ ক্লাবে এ্যাপেক্স ৮তম কাপ গল্ফ টুর্ণামেন্টের শুভ উদ্ধোধন করা হয়েছে।শনিবার সকালে সাভার গল্ফ ক্লাব মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি প্রশাসন ও অর্থ পর্ষদ ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আনিসুজ্জামান (বিপি, এনডিসি, পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্ধোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এর চীফ অপারেটিং অফিসার মি. রাজণ পিল্লাই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার গল্ফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগণ, সদস্য সচিব ও নির্বাহী কর্মকর্তাসহ আরো অনেকে।
দেশী-বিদেশী গল্ফারগণ এ খেলায় অংশ্রহণ করেন। সবশেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে।