সব
এক্সপ্রেস প্রতিবেদক:
প্রধান মন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাভারে কম্পিউটার প্রশিক্ষিত কৃতি শিক্ষার্থীদের সনদপএ ও সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়। রেইনবো কম্পিউটার পয়েন্ট এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কম্পিউটার প্রশিক্ষিত ৭০জন কৃতি শিক্ষার্থী কে সনদ দেয়া হয়। আধুনিকায়ন শিক্ষায় উঠতি বয়সীদের মনোযোগী সৃষ্টি করাই ছিল অনুষ্ঠানের মূল উৎস। শিক্ষানুরাগী আলমাস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমর। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক বেলায়েত হোসেন খান, নিজাম আহমেদ মেম্বার সহ এলাকার সব শ্রেনী পেশার মানুষ।