সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার বোতলের অধিক ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৪ এর নবীনগর ক্যাম্প। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় অভিযান চালিয়ে আশুলিয়ার নিরিবিলি এলাকার বিল্লালের মটোর গ্যারেজের সামনে থেকে ফেনসিডিলসহ আবদুল মালে নামে একজন আটক করা হয়। সে দোহার থানার হাজারবিঘা গ্রামের আবদুর রাজ্জাক গাজীর ছেলে।
র্যাব ৪ এর নবীনগর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার উনু মং জানান, মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও জানায় র্যাব।