আশুলিযায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত অাটক; ডিবি পুলিশ

আগের সংবাদ

আশুলিয়ায় বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

পরের সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় নিহত এক ও আহত ৩

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:০৪ পূর্বাহ্ণ, ০৪/১০/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়া গনকবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় বাস চাপায় তৌহিদুল (৩৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ আরও তিন জন পথচারী আহত হয়।

মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়া গনকবাড়ি এলাকার সম্ভার সিএনজি স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল দিনাজপুর সদর থানার কালিয়াকৈর দশ মাইল এলাকার হাসেমের ছেলে। তৌহিদুল ডিইপিজেডের লিলিন ফ্যাশনের পোশাক শ্রমিক (আয়রন ম্যান) ছিল বলে জানা গেছে।

পুলিশ জানায়, তৌহিদুল ও তার স্ত্রী সকালে অফিসে যাওয়ার জন্য নবীনগর চন্দ্রা মহাসড়ক পারাপার হচ্ছিল। এ সময় একটি দ্রুত গামী বাস তৌহিদুলসহ আরও তিন পথচারিকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলে তৌহিদুলের মৃত্যু হয়। এবং নিহতের স্ত্রীসহ আহত পথচারিদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।