সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কে ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার আলেয়া বেগম নামে যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত আলেয়া ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরন এলাকার পুরাতন জোনের এক্সপিরিয়েন্স লিমিটেডের পোশাক শ্রমিক ছিল।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা ছুটির পর আলেয়া একটি অটোরিকশা করে বাসায় ফিরছিলেন। এসময় অটোরিকশাটি শ্রীপুর এলাকায় এসে পৌছলে চন্দ্রাগামী একটি ট্রাক ধাক্কা দিলে আলেয়ার সড়কে পড়ে যায়। পরে ট্রাকটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মহসিনুল কাদির জানান, খবর পেয়ে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং ঘাতক ট্রাক ও চালককে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।