সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সাভার মডেল থানায় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম রাজীব।
মামলার বাদী মঞ্জুরুল আলম রাজীব এজাহারে উল্লেখ করেন চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী গত ২৫ সেপ্টেম্বর রাতে নিজ ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যর হুমকি সম্বলিত ষ্ট্যাটাস দেন। তাই তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন মামলার আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।