সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার কুমকুমারি এলাকায় ময়না নামের এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তার ভাড়া বাসার কক্ষ থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। সে শিল্পাঞ্চলের মেট্রো গার্মেন্টসের অপারেটর হিসেবে কর্মরত ছিল।
এ বিষয়ে অঅশুলিয়া থানার এস আই রুহুল আমিন জানান, ময়নার লাশ ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত ওই শ্রমিকের মৃত্যু নিয়ে ওই এলাকায় রহস্য সৃষ্টি হলেও পুলিশ বলছে এটা হত্যা না আত্বহত্যা তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
নিহত ময়না শেরপুর জেলার সদর থানার কাউয়া গ্রামের মৃত আব্দুল মন্ডলের মেয়ে।