আশুলিয়ায় বাস-ট্রাক মুখোঁমুখি সংঘর্ষ; আহত ২০

আগের সংবাদ

সাভারে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

পরের সংবাদ

আশুলিয়ায় দশম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৫৫ পূর্বাহ্ণ, ২৭/০৯/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায়  কাকলী নামের  দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে । তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারন জানা যায়নি।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
কাকলী মা ও বাবা আব্দুল সালামের সাথে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার জাহাঙ্গীরের ভাড়া বাসায় থাকতো। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) শাহ্ জালাল  জানান, সোমবার রাতে  খবর ভিত্তিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল থেকে লাশটি উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে। তবে এটা একটি হত্যা নাকি আত্মহত্যা তার কারন প্রাথমিকভাবে এখনও জানা যায়নি।
এ বিষয়ে তিনি আরও জানান, লাশটি ময়না তদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষ হলেই মৃত্যুর কারন জানা যাবে।