সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আবদুল্লাহপুর বাইপাইল সড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার রাত সোয়া নয়টার দিকে আশুলিয়ার মরাগাং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) সুজন মিয়া জানান, রাতে ঢাকামুখী মোল্লা এন্টারপ্রাইজ নামের একটি শ্রমিক বহনকারী বাস মরাগাং এলাকায় এসে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরা ইষ্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান দূর্ঘটনার কারনে যানজট সৃষ্টি হয়েছে। তবে গাড়ি দুটি উদ্ধার হলেই যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।