সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব ৪ এর নবীনগর ক্যাম্প।
রোবার দুপুরে আশুলিয়ার গাচীরচটে মতিন নামে একজনের বাংলোবাড়ি থেকে তাকে আটক করা হয়।
র্যাব ৪ এর নবীনগর ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার গাজীরচট থেকে পিস্তল ও গুলিসহ সাধন হাওলাদার নামে এক সন্ত্রাসী আটক করা হয়। সে বিভিন্ন সময় টাকার বিনমিয়ে সন্ত্রাসী কাযক্রম করে আসছিল।
আটক সাধন হাওলাদারের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার চকচবিলা গ্রামে। তার বিরুদ্ধে আশুলিয়া থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।