সব
আশুলিয়ার ঢাকা আরিচা মহাসড়কে কলাভর্তি পিকআপ ভ্যান খাদে পরে চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার এক সহযোগী। নিহত পিকআপভ্যান চালক আকবরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার ভোর চার টায় ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সজল জানান, ভোরে বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কলাভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হাড়িয়ে মহাসড়কের পাশে একটি খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে চালক আকবর নিহত হয়। এঘটনায় আহত চালকের সহযোগী গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।