সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় ছাটাইকৃত শ্রমিকদের চাকরি পুন:বহালের দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন করেছে সোনিয়া এন্ড সোয়ের্টাস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার সকাল সাড়ে ১১ টায় নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়া প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের ব্যানারে ছাটাইকৃত প্রায় তিন শতাধিক শ্রমিক এই বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালন করে।
অংশগ্রহনকারী শ্রমিকরা জানায়, গবেতনভাতাসহ বিভিন্ন দাবী কারখানা মালিকের কাছে তুলে ধরলে অন্যায়ভাবে ৩২৩ জন শ্রমিককে ছাটাই করে। এর প্রতিবাদ জানালে বহিরাগত সন্ত্রাসী ও কারখানার কর্তৃপক্ষের লোকজন শ্রমিদের মারধর করে বলে অভিযোগ তোলেন। এছাড়া পুলিশী হয়রানির কথা তুলে ধরে অন্যায় অত্যাচার বন্ধের দাবী জানান তারা । পাশাপাশি ছাটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুণ:বহালের কথা জানান। না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে মানব বন্ধন ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।