সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার ৬০০ পিচ ইয়াবা সহ উজ্জ্বল হোসেন নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
এসময় মাদক দ্রব্য বহনের ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৫-০০৯৯) জব্দ করে।
মঙ্গলবার রাত ১০টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। উজ্জ্বল আশুলিয়ার কবিরপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক অভিজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদে ভিত্তিতে একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে এক হাজার ৬০০ পিচ ইয়াবাসহ উজ্জ্বলকে আটক করা হয়েছে। প্রাইভেটার যোগে এই মাদকের চালানটি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উজ্জ্বল সাভার আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতো বলে জানান তিনি।