সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের ভাকুর্তায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমি দূস্যদের বিরুদ্ধে।
এ বিষয়ে জমির মালিক মীর মহিউদ্দিন চৌধুরী জানান, ২০০৯ সালে সাভারের ভাকুর্তায় ৫ বিঘা জমি ক্রয় করে এ বছরের শুরুতে পুরো জমিতে বাণিজ্যিক ভাবে জারবেরা ফুলের চাষ করা হয়। এই প্রকল্প শুরু হতেই স্থানীয় দেলোয়ার ও তার সহযোগিরা বিভিন্ন কৌশলে জমির মালিকানা দাবী করে চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করলে রোববার রাতে কেয়ারটেকারকে মারধর ও হাত পা বেঁধে সীমানা প্রাচীর ভাঙ্গচুর করে।
এ বিষয়ে সাভার মডেল থানায় একটি সাধারন ডায়রি করা হয়।
এদিকে অভিযুক্ত দেলোয়ার হোসনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করে কথা বলা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভাকুর্তা ফাড়ির ইনচার্জ কামরুল ইসলাম জানান, এ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।