নবীনগর-চন্দ্রা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকসহ নিহত ২

আগের সংবাদ

আশুলিযায় বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন; ভ্রাম্যমান আদালত

পরের সংবাদ

আশুলিয়ায় খাবারের হোটেলে অগ্নিকান্ড

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৩২ অপরাহ্ণ, ১৮/০৯/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় একটি খাবার হোটেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

রবিবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার দেওয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টে এই আগুনের ঘটনা ঘটে।

ডিইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আব্দুল হামিদ জানায়, সকালে হোটেলটির ভিতর থেকে হঠাৎ আগুন ও ধোয়া দেখতে পায় হোটেল কর্তৃপক্ষ। এসময় তারা ডিইপিজেড ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্ঠায় প্রায় আধ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আসতে হোটেলটির ভিতরের অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়।

এদিকে, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি।